ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন অনন্ত। অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন অনন্ত জলিল। ছবিটি শুটিং প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনার কথা জানালেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে আছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
ছবিটিতে অনন্ত জলিলের বিপরীতে নায়িকা হিসেবে আছেন বর্ষা। ছবিটির ৮০ ভাগ শুটিং ইতোমধ্যে শেষ। বাংলাদেশ ও ইরানের বিভিন্ন লোকেশনে এই আশি ভাগের শুটিং হয়েছে। এবার শুরু হচ্ছে বাকি থাকা ২০ ভাগের শুটিং। এই অংশের শুটিং ধারণ হবে তুরস্কে। তাই শুটিং অংশ নিতে তুরস্কে যাচ্ছেন অনন্ত ও বর্ষা।
অনন্ত জলিল বলেন, ‘তুরস্কে বাকি ২০ভাগের শুটিং শুরু হবে। আমি আর বর্ষা দু’জনেই অংশ নেবো। শুটিং শেষ হলেই ডিসেম্বরে মুক্তি দেয়ার চেষ্টা করবো। তবে এ বিষয়ে ছবিটির ইরান টিমের সঙ্গে সমন্বয় আনতে হবে।’ ‘দিন দ্য ডে’র চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।






















