বিনোদন ২৫ জানুয়ারি, ২০২৩ ০৫:৫৮

মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘পাঠান’

বিনোদন ডেস্ক: গত চার বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ খান। ২০২৩ সালের শুরুতে অ্যাকশন মুভি "পাঠান" এর মাধ্যমে কিং খানের রুপালি পর্দায় ফেরার কথা সবাই জানেন। শাহরুখ ভক্তরাও দীর্ঘ বিরতির পর তাদের প্রিয় তারকার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

মুক্তির আগে কিছু বিতর্কের সম্মুখীন হওয়া সত্ত্বেও, "পাঠান" অবশেষে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে মুক্তি পায়। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হচ্ছে।

রূপালি পর্দায় শাহরুখের প্রত্যাবর্তনকে রাজকীয় করতে চেষ্টার কোনো কমতি ছিল না। তবে তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে সিনেমাটির পাইরেসি হওয়ার শঙ্কাও ছিল। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস থেকে শুরু করে স্বয়ং শাহরুখ পর্যন্ত বারবার সিনেমাটি অনলাইনে ফাঁস না করার আহ্বান জানিয়েছিলেন। তবে শেষ রক্ষা হলো না, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অনলাইনে ফাঁস হলো “পাঠান” সিনেমা।

টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, আনন্দবাজারসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুক্তির ঘণ্টা চারেক আগেই ফিল্মি জিলা, অনলাইন মুভি ওয়াচ, তামিল রকার্স, ১২৩মুভিস, ১২৩মুভিরুলজ, ফিল্মিওয়াপ-এর মতো অনলাইন সাইটে পাওয়া যায় সিনেমাটি। এসব সাইট থেকে চাইলে বিনামূল্যেই সিনেমাটি ডাউনলোড করা যাচ্ছে। পাশাপাশি চলচ্চিত্র সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট টরেন্টেও মিলছে সিনেমাটির হলপ্রিন্ট।

আমাদেরকাগজ/এইচএম