আমাদের কাগজ ডেস্কঃ প্রেমিক ফুটবলার তারকা জেরার্ড পিকে সাথে সম্পর্কের অবসান ঘটে গত বছর। শাকিরার প্রাক্তন ও তাদের মধ্যে বিচ্ছেদ হলেও পিকের বার্সেলোনার বাড়ি ছাড়েননি শাকিরা। স্প্যানিশ এক সংবাদমাধ্যকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর ক্ষোভ তাদের ওপর ঝাড়ছেন শাকিরা।
বিভিন্ন সময় তিনি উদ্ভট সব কর্মকাণ্ড করেন বেড়ান। কখনও কালো ম্যানিকিন (ব্যাঙ্গাত্মক পুতুল) বসানো, কখনও উচ্চ শব্দে গান ছেড়ে রাখেন শাকিরা। আবার কখনও বন্ধু-বান্ধবদের বাসায় এনে পার্টিতে মেতে থাকেন।
তার এই উদ্ভট আচরণ এবং অত্যাচারে অতিষ্ট সবাই। বাধ্য হয়ে আমাদেরই বাসা ছাড়তে হচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপে শাকিরা ও পিকের পরিচয়, সেটা পরিণয়ে রূপ নিতে দেরি লাগেনি। এরপর থেকে তারা একসেঙ্গ থাকতে শুরু করেন। তবে এ জুটির সম্পর্কের অবসান ঘটে গত বছর। তবুও রেষারেষির ব্যাপারটা এখনও বিদ্যমান।
আমাদের কাগজ/এমটি























