আমাদের কাগজ ডেস্ক: ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। তিনি মূলত ভারতীয় ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের প্রচারণামূলক কাজে এ সফরে আসছেন। সফরকালে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত মেয়র কাপের উদ্বোধন করবেন।
সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী তার ঢাকা সফরের সফরসঙ্গী হচ্ছেন বলে জানা গেছে। পরশু শুক্রবার কলকাতা ফিরে যাবেন সৌরভ গাঙ্গুলী।
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত আইসিআইসিআই ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে রাজধানীর বেলা ৩টায় দ্য ওয়েস্টিন হোটেলে ডিএনসিসি মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি।
মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ডিএনসিসি মেয়র কাপ। এই টুর্নামেন্টে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা ক্রিকেট, ফুটবল ও ভলিবলে প্রতিযোগিতায় অংশ নেবেন।
গতকাল বুধবার গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই; কারণ, উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘আমি ওনাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা, উনি বিষয়টি খুব পছন্দ করেছেন।
আমাদেরকাগজ/এইচএম






















