বিনোদন ৬ মে, ২০২৩ ১২:৪৬

টিকটকার শাকিলা পারভীনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন টিকটকের মাধ্যমে। এরপর পদউন্নতি হয়ে মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। পাশাপাশি মডেলিং, ইউটিউবে এসেছে কয়েকটি নাটকও। এদিকে সম্প্রতি তারই ধারাবাহিকতায় গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিল হিম’ নিয়ে একটি ব্লগ তৈরি ফেসবুকে পোস্ট করেছিলেন শাকিলা। 

সূত্রে জানা যায়, ভিডিওটি পোস্ট করার পর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। এরই জের ধরে নিজের ফেসবুক ওয়ালে সব সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে একটি পোস্ট দেন শাকিলা। এতেই বাঁধে বিপত্তি। এরপরেই এই টিকটকারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আকাশ নিবির নামের এক বিনোদন সাংবাদিক। জানা যায়,  বৃহস্পতিবার (৪ মে) হাতিরঝিল থানায় শাকিলার নামে সাধারণ ডায়েরি করেন তিনি। 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, ‘সাংবাদিক আকাশ নিবির থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

অভিযোগে আকাশ নিবির লেখেন, বুধবার (৩ মে) রাত আনুমানিক ৯টায় আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি শাকিলা পারভিন নামক একটি ভেরিফায়েড ফেসবুক আইডিতে আমাকে ইঙ্গিত করে মানহানিকর হলুদ সাংবাদিক আখ্যায়িত করে রিকশাচালকের সঙ্গে তুলনা করে পোস্ট দেন। এতে আমি সামাজিকভাবে অপদস্ত এবং খুবই হেয় প্রতিপন্ন হয়েছি।

এ ছাড়াও সব মহলকে হলুদ সাংবাদিক আখ্যায়িত করে একটি ভিডিও বার্তা দেওয়া হয়, যা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে রয়েছে।

তবে বিষয়টি জানতে অভিযুক্ত শাকিলা পারভীনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকভাবে যোগাযোগের চেষ্টা করে হলে তাকে পাওয়া যায়নি।

এর আগে, বিষয়টি নিয়ে চলচ্চিত্র নির্মাতা জসীম উদ্দিন জাকির মিমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু এতে তিনি রাজি না হয়ে বিভিন্নভাবে প্রশাসনের ভয় দেখিয়ে বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭টায় কাফরুল থানায় সাংবাদিক আকাশ নিবির ও সাংবাদিক আশরাফুল আলম আসিফের নামে অভিযোগ দায়ের করেন শাকিলা। এ ঘটনার পরেই এই মডেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় অভিযোগ করেন আকাশ।

আমাদের কাগজ/এমটি