বিনোদন ৭ মে, ২০২৩ ০৬:৪৩

দুই বাংলায় শীর্ষে শাকিবের ‘সুরমা সুরমা’

বিনোদন প্রতিবেদক : ঈদ উৎসবে দুই বাংলায় মুক্তি পেয়েছে দুই সুপারস্টার শাকিব খান ও জিতের সিনেমা ‘লিডার’ ও ‘চেঙ্গিজ’। দুটি সিনেমাই ভালো ব্যবসা করেছে। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সবখানে ছবির দুটি গান নিয়ে চলছে আলোচনা, সেইসাথে ছড়াচ্ছে মুগ্ধতা।

তবে ভিউ এবং ইতিবাচক মন্তব্যে দর্শক সাড়ায় এগিয়ে রয়েছে ‘লিডার’ সিনেমা ‘সুরমা সুরমা’ গানটি। জাহিদ আকবরের কথা এবং নাভেদ পারভেজের সুর-সংগীতে ইমরান ও কোনালের গাওয়া এ গানটি দুই সপ্তাহে দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বারেরও বেশি। সেইসাথে মন্তব্য জমা পড়েছে ১৩ হাজারের বেশি।

অন্যদিকে, ‘চেঙ্গিজ’ সিনেমার ‘এভাবে কে ডাকে’ গানটি দেখা হয়েছে ৩০ লাখ বার। গানটি গেয়েছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিত সিং। মন্তব্য জমেছে প্রায় ৫ হাজারের মত।

অন্যদিকে ‘সুরমা সুরমা’ মুক্তি পায় ১৯ এপ্রিল আর ‘এভাবে কে ডাকে’ মুক্তি পায় ৮ এপ্রিল। এদিক থেকেও এগিয়ে বাংলাদেশের শাকিবের সিনেমার গানটি। 


 আমাদেরকাগজ / এইচকে