বিনোদন ৯ মে, ২০২৩ ০৫:৫৬

‘সুড়ঙ্গ’ মুক্তির আগে নতুন করব না : তমা মির্জা

বিনোদন প্রতিবেদক : এরইমধ্যে ‘সুড়ঙ্গ’  সিনেমার শুটিং শেষ করছেন চিত্রনায়িকা তমা মির্জা। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা আফরান নিশোর। এদিকে তমা মির্জা জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে নতুন আর কোনো সিনেমায় কাজ করবেন না তিনি। আগামী কুরবানি ঈদে এটি মুক্তি পাবে। সিনেমাটির কিছু প্যাঁচ ওয়ার্ক বাকি আছে। সেগুলোর শুটিং শেষ করে টিমের সঙ্গে প্রচারণায় নেমে পড়বেন। 

তমা বলেন, ‘আমি খুব বেশি কাজে আগ্রহী নই। আপাতত সুড়ঙ্গ নিয়ে ভাবতে চাই। তাই ঈদের আগে আর কোনো কাজ নয়। ঈদের পর একটি ওটিটি দিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়াব। তারপর সিনেমার শুটিং করব।


আমাদেরকাগজ / এইচকে