বিনোদন ১৫ মে, ২০২৩ ০১:১৫

কলকাতার নতুন সিনেমায় মিথিলা

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। পশ্চিমবঙ্গের অভিনেতা ব্রাত্য বসুর লেখা ও নির্দেশিত মঞ্চ নাটক ‘হেমলাট- দ্য প্রিন্স অব গরানহাটা’। নাটকটির অবলম্বনে এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমা।  এটি নির্মাণ করবেন নির্মাতা রাজর্ষি দে। কলকাতার সংবাদমাধ্যমের খবর, এই সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় এই নির্মাতা নির্মাণ করেছেন ‘মায়া’। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর অন্যতম মূল চরিত্রেও আছেন মিথিলা।

‘হেমলাট’-এ মিথিলা ছাড়াও অভিনয় করার কথা রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীর।

এদিকে, ঢাকা ও কলকাতায় মিথিলা অভিনীত ছয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে- ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, ‘কাজলরেখা’, ‘জলে জ্বলে তারা’, ‘মায়া’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’।

আমাদেরকাগজ / এইচকে