বিনোদন ১৫ মে, ২০২৩ ০৫:১৫

এবার ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন বুবলী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা বুবলীর ব্যক্তিগত রেষারেষি যেন কাটতেই চাইছে না। তারা একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলে নিজেদের সঙ্গে ভক্তদেরকেও মাতিয়ে রাখছেন কয়েকদিন থেকে।

গত মঙ্গলবার (৯ মে)  শাকিব খান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। শাকিব খানের এ বক্তব্য প্রসঙ্গে পরদিন বুধবার (১০ মে) বুবলী ফেসবুক পোস্টে জানালেন ভিন্ন কথা, তাদের এখনো সম্পর্ক রয়েছে। একই সঙ্গে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগের তীর ছুড়ে দেন তিনি।

এবার শাকিবের সেই প্রশ্নের জবাব দিলেন চিত্রনায়িকা বুবলী। তার কিছু প্রশ্নের মধ্যে একটা ছিল অবৈধ সর্ম্পক নিয়ে।

এর জবাবে বুবলী বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই হাস্যকর আর কমন একটা কথা। কারণ, কোনো পুরুষ কোনো মেয়েকে অপমান করতে চাইলে বা হেয় করতে চাইলে সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে। কারণ, এটার কোনো প্রমাণ দরকার হয় না জাস্ট বলে দিলেই হয়, যেটা খুব বাজে মানসিকতার পরিচয়। আর আপনাদের শাকিব খান তাই করেছেন।’

তার ভাষ্যমতে, ‘শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছি। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছি।’

‘আমি অনেক বছর ধরে ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনো আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও আমাকে দেখেনি। কারণ, আমি ওভাবেই আমার জীবন ধারণ করি।


আমাদেরকাগজ/এইচএম