দ্বৈত গানে মনোযোগী হচ্ছেন অংকন ইয়াসমিন
বিনোদন ডেস্ক : এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অংকন ইয়াসমিন এই সময়ে এসে দ্বৈত গানের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠছেন। কারণ তার একক গানগুলোর চেয়ে দ্বৈত গানগুলোই শ্রোতাদের কাছে বেশি জনপ্রিয়তা পায়। যেমন গেলো ঈদে কাজী শুভ ও তার কন্ঠে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘কেরামত আলীর মা’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন সাধক হালিম। সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব। মাত্র কিছুদিনের মধ্যেই অংকন ও কাজী শুভ’র এই দ্বৈত গানটি ১৫ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। যেহেতু দ্বৈত গানে দর্শকের প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। তাই আগামী কিছুদিনের মধ্যে অংকন ইয়াসমিন ও ইমন খানের কন্ঠে ‘ভাবীর হাতের পান’ গানটি প্রকাশ পাবে। গানটি লিখেছেন জসীম উদ্দিন আকাশ, মিউজিক করেছেন এ এইচ তুর্য। এছাড়াও আরটিভির ফোক স্টেশন-সিজন ৫’এ নতুন কিছু গানও আসছে। যার মিউজিক করেছেন অভিজিৎ জিতু।
কিছু দিন আগে রাধা রমন দত্তের ‘ভ্রমর কইও গিয়া’ গানটিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এছাড়াও অংকনের নিজস্ব ইউটিউব চ্যানেলে ফোক ম্যাশাপ রিলিজ হয়েছে। অংকন জানান বেশকিছ‚ মৌলিক গানেরও কাজ চলছে। ‘বাউলা বাতাস’ শিরোনামের প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটি শিগগিরই প্রকাশ পাবে। অংকন ইয়াসমিন বলেন,‘ এখন চেষ্টা করেছি খুব বেশি পরিচিত গান না রাখার , কম শোনা গান সব সময় প্রাধান্য রাখি প্রজেক্ট কাজের ক্ষেত্রে। কারণ চেংড়া বন্ধুয়া গানটা এই প্রজেক্ট থেকে উঠে এসেছিলো এই গান এর আগে কেউ সেভাবে শুনেনি আমি গেয়েছিলাম এবং মানুষের মুখে মুখে চলে এসেছে। তারপর থেকে চেষ্টা করেছি আদি ফোক , ভাওয়াইয়া , ভাটিয়ালি কম শোনা গান নিয়ে বেশি কাজ করার।
আর দ্বৈত গানের ক্ষেত্রেও এখন একটু বেশি মনোযোগ দিচ্ছি। কারণ শ্রোতা দর্শক দ্বৈত গান হলে বেশি উপভোগ করে। তো একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমি চাইবো যে আমি যে গানই করিনা কেন তা যেন শ্রোতা দর্শক বেশি বেশি শোনেন। এ কারণে দ্বৈত গানের প্রতি মনোযোগ বাড়িয়েছি।’ কিছুদিন আগে অংকন রুনা লায়লার গাওয়া ‘সুজনরে’ গানটিও গেয়েছিলেন। গানটি লেখা ছিলো লায়লা এমদাদের, সুর করেছিলেন আলাউদ্দীন আলী। গানটির রি-অ্যারেঞ্জম্যান্ট করেছিলেন অভিজিৎ জিতু। অংকন নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো’তেও বেশ ব্যস্ত রয়েছেন। গত সোমবার তিনি শ্রীমঙ্গলে একটি স্টেজ শো’তে অংশ নেন।
আমাদেরকাগজ / এইচকে