বিনোদন ৬ জুলাই, ২০২৩ ০৪:৩১

বিয়ে-অভিনয় নিয়ে যা বললেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি বিয়ের পর আর ক্যামেরার সামনে দাড়াবেন না বলে জানিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান পূজা। 

পূজা চেরি বলেন, ‘আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার বাবা-মা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’

নায়িকা বলেন, ‘আমি যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে আর দেখা যাবে না। সংসার জীবনে মনোযোগী হব, কারণ দুইটা জিনিস একসঙ্গে ম্যানেজ করা যায় না।’

বিয়ের জন্য মিডিয়ার কাউকে পছন্দ না পূজার। তিনি চান মিডিয়ার বাইরেই কাউকে বিয়ে করতে। নায়িকা বলেন, ‘আমি সবসময় বলেছি, মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আমি চাই যাকে বিয়ে করবো, সে যেন আমাকে ভালোবাসে।'


তিনি আরও বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত চুটিয়ে কাজ করতে চাই। কারণ এখনই আমি বিয়ে করব না। যখন বিয়ে করার সময় হবে, তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো।

আমাদেরকাগজ / এইচকে