বিনোদন ১২ জুলাই, ২০২৩ ১১:২৪

দর্শকদের সাথে ‘আদিম’ দেখলেন জয়া

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শত ব্যস্ততার মধ্যেও ‘আদিম’ সিনেমাটি দর্শক সারিতে বসে দেখেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিল্ম সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী চলছে জলতরঙ্গ সিনেসপ্তাহ। গত সোমবার সন্ধ্যায় উৎসবে দেখানো হয় যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘আদিম’। এই সিনেমা দেখতে হাজির ছিলেন জয়া আহসান।

সিনেমাটি দেখার পর এক প্রতিক্রিয়ায় জয়া বলেন, অনেক দিন ধরেই ‘আদিম’ দেখব ভাবছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। দর্শকের সাথে বসে যখন আদিম দেখছিলাম, তখন সব কিছু বাদ দিয়ে শুধু সিনেমাটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!

জয়া এ সময় দর্শকের উদ্দেশে বলেন, এ রকম অসাধারণ একটি সিনেমা আমাদের দেশে নির্মিত হয়েছে, এটা আমাদের গর্ব। দর্শকের উচিত এরকম সিনেমার সাথে থাকা। আদিম দেখলে দর্শক আরও পরিণত হবেন।

সাধারণ দর্শকের সাথে বসে সিনেমা দেখায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, বুয়েটে জয়া আপার উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে।