বিনোদন ১৪ জুলাই, ২০২৩ ০৩:০৬

‘সুড়ঙ্গ’-এ সাফল্য, নতুন সিনেমায় নিশো

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবারই প্রথম বড় পর্দায় হাজির হয়েই বাজিমাত করেছেন অভিনেতা আফরান নিশো। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে। পাশাপাশি দর্শকমহলেও প্রশংসা কুড়িয়েছে। 

‘সুড়ঙ্গ’-এ সাফল্যের পর এবার নতুন সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা। জানা গেছে, পরিচালক আবরার আতহারের সঙ্গে ফের কাজ করবেন তিনি। এর আগে এই নির্মাতার থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন আফরান নিশো। 

গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে সুড়ঙ্গ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। যদিও সিনেমাটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই প্রযোজনা সংস্থা। তারা জানিয়েছে, পরিকল্পনা চলছে, সব ঠিক হলেই জানাবে। 

কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুনের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং।

যদিও নতুন সিনেমায় কাজ প্রসঙ্গে আফরান নিশোও এখন পর্যন্ত মুখ খোলেননি। কথাবার্তা চূড়ান্ত হলেই হয়তো সিনেমার নাম ঘোষণা দিবেন তিনি।