বিনোদন ১৯ আগস্ট, ২০২৩ ০৬:৪২

রাজ-পরীর মারামারি: মাথা ফেটেছে রাজের, হাত কাটল পরীমণির

বিনোদন প্রতিবেদক: শরিফুল রাজ ও পরীমণিকে ঘিরে বিতর্ক-আলোচনা থামছেই না। সম্প্রতি দেখা গেছে অভিমান ভুলে এক হয়েছেন তারা। তবে এর পরপরই আবারও আলোচনার এলেন পরী-রাজ। মারাত্মকভাবে জখম হয়েছেন রাজ। তাঁর মাথা ফেটেছে। পাওয়া গেল রক্তাক্ত রাজের ছবিও। অন্যদিকে পরীও গতকাল (১৮ আগস্ট) জ্বর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।

বিনোদন পাড়ায় কান পাতলেই শোনা যায়, গতকাল রাজধানীর নিকেতনে এক পরিচালকের অফিসে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির। নায়িকাকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাঁকে নিয়ে দিয়েছে নতুন তথ্য, জ্বর নয় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন তিনি।

হাসপাতালের সূত্রানুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার পরে কাটা হাত নিয়ে হাসপাতালে যান পরীমণি। হাতে ড্রিসিং করানো শেষে নিজের বাসায় চলে যান এই নায়িকা।

মাথায় আঘাত প্রসঙ্গে রাজের কোনো মন্তব্য পাওয়া না গেলেও পরী বললেন, 'রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।'

জানা যায়, রাজের মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফিরে গেছেন। ফেসবুকে পরী একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, 'আমরা পরীতমা।'

এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমণি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমণি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন। যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমণি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমণির বাসা থেকে।

আমাদেরকাগজ/এইচএম