বিনোদন ৩ অক্টোবর, ২০২৩ ০৯:৫৯

ঢাকায় আসছেন আতিফ আসলাম!

বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোম মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি খবর, ‘ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম’।

এই গুঞ্জনের শুরুটা মুলত স্টার বক্স এজেন্সির কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। গত ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে একটি ভোটের আয়োজন করে। যেখানে ভক্তদের তিনজন বিশিষ্ট শিল্পীর মধ্যে একজনকে বেছে নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে, স্টার বক্স ফেসবুকে একটি ভোট পরিচালনা করেছিল যেখানে ভক্তদের তাদের পছন্দের গায়কদের জন্য তাদের ভোট দিতে উত্সাহিত করা হয়েছিল। স্টার বক্সের দেওয়া তালিকায় ছিল আতিফ আসলাম, অরিজিৎ সিং এবং জুবিন নওটিয়ালের নাম।

ভক্তদের অধিকাংশ ভোট গেছে জনপ্রিয় পাকিস্তানি গায়ক, গীতিকার ও অভিনেতা আতিফ আসলামের পক্ষে।

আতিফ আসলাম ‘দিল দিয়া গল্লাঁ’, ‘ও সাথী’, ‘বে ইনতিহা’, ‘তেরে সাঙ ইয়ারা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘ওহ লামহে ও বাতেইন’, ‘হোনা থা প্যায়ার’ এবং আরও অনেক গানের জন্য ভক্তদের প্রিয়।

আতিফ আসলাম গানের পাশাপাশি অভিনয়েও নাম কুড়িয়েছেন। তার অভিনীত ‘বোল’ সিনেমা পাকিস্তানের সিনেমার ইতিহাসে উল্লেখ্যযোগ কাজ।

 

আমাদেরকাগজ/এইচএম