বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা গোবিন্দা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন এই ৬১ বছর বয়সী তারকা। সঙ্গে সঙ্গেই তাকে জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা অসুস্থ বোধ করছিলেন এবং পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে আনা হয়।
গোবিন্দা কিছুটা দিশেহারা অনুভব করছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা এখন রিপোর্টের পাশাপাশি নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।
গোবিন্দার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি ঘটেছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখে আসার ২৪ ঘণ্টার মধ্যেই। গত সোমবার রাতে ধর্মেন্দ্রকে দেখতে তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন।
তখন তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবারের গভীর রাতে তার হঠাৎ অসুস্থতা ও জ্ঞান হারানোর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। সবাই প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।
- বঙ্গাব্দ, ১৫ নভেম্বর ২০২৫ ইং, শনিবার
আরো খবর
‘কাকাবাবু’র গোয়েন্দাগিরি দেখতে অপেক্ষা বাড়ল
১৫ নভেম্বর, ২০২৫
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
১৩ নভেম্বর, ২০২৫
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
১২ নভেম্বর, ২০২৫
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
৯ নভেম্বর, ২০২৫
অশালীন ভঙ্গিতে নাচ মালাইকার, বিপাকে হানি সিং
৮ নভেম্বর, ২০২৫
মমতার শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন শাহরুখ
৫ নভেম্বর, ২০২৫
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)















