বিনোদন ২৭ জুলাই, ২০১৯ ০৭:০৪

'এসো রোবট বানাই' প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি, সৈয়দপুর।

রোবট নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো ‘জিপিএস ইস্পাত এসো রোবট বানাই’ এর চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির দল পেরিকোলোসো পিয়াট। রানার আপ হয়েছে আহসানউল্লাহ ইউনিভার্সিটির অপটিমাস প্রাইম এমএলটি।

গ্র্যান্ড ফিনালেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, তরুণ রোবট নির্মাতাদের সহযোগিতা দিতে চ্যানেল আই ও জিপিএইচ এর প্ল্যাটফরমের কাজ করবে সরকার।