বিনোদন ২৬ নভেম্বর, ২০১৯ ০৭:৩৫

সেন্সর বোর্ডে আটকে গেলো 'পাসওয়ার্ড'

বিনোদন ডেস্ক ।। 

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে ভারতের কলকাতা থেকে আমদানি করা দেবের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তবে নামের কারণে সেন্সর বোর্ডে আটকে গেছে দেব অভিনীত পশ্চিমবঙ্গের ছবিটি।

এর আগে গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। একই নামকরণের কারণে ছবিটি মুক্তিতে বাধা দিয়েছে সেন্সর বোর্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির। তিনি বলেন, গত রোজার ঈদে ‘পাসওয়ার্ড’ নামে শাকিব খানের একটি ছবি মুক্তি পায়। তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি ছবির ছাড়পত্র দেয়া যুক্তিসঙ্গত হবে না।

তিনি বলেন, আমদানিকারকের কাছে ছবির নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

কলকাতার ‘পাসওয়ার্ড’ ছবিটিতে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী মৈত্র। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।