খেলাধুলা ৫ নভেম্বর, ২০২০ ০৫:০১

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে জয়ের ধারা ধরে রাখলো বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে - গোলে তারা হারিয়েছে খর্ব শক্তির ডায়নামো কিয়েভকে।ইনজুরি, লাল কার্ড আর করোনার কারণে দলের নিয়মিত ১৪ খেলোয়াড়কে হারিয়ে ছন্দহীন কিয়েভকে শুরু থেকেই চেপে ধরে স্বাগতিকরা।

খেলার মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে এগিয়ে যায় রোনাল্দ কোম্যানের দল। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান জেরার্ড পিকে।তবে ৭৫ মিনিটে এক গোল শোধ করে লড়াই জমিয়ে তোলে কিয়েভ। কিন্তু শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় হার এড়াতে পারেনি ইউক্রেনের দলটি।

টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলোর পথে এগিয়ে গেলো বার্সেলোনা। তিন ম্যাচে কাতালানরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে বার। বিপরিতে হজম করেছে গোল।