স্পোর্টস ডেস্ক
রিয়াদের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (টেস্ট দল) মুমিনুল। গতকাল সোমবার শরীরে হালকা জ্বর দেখে সতর্কতার জন্য করোনা পরীক্ষা করান। আজ মঙ্গলবার দুপুরে রিপোর্টে করোনা পজিটিভ আসে মুমিনুলের।
মুমিনুল বলেন, ‘করোনায় আক্রান্তের খবর সত্য। হালকা জ্বরের উপসর্গ দেখে গতকাল বিকালে টেস্ট করেছিলাম। তবে, এখন জ্বরও নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনো সমস্যা নেই। ঠান্ডার সমস্যা আমার নিয়মিত। সকালে ঘুম থেকে উঠলে এক নাক বন্ধ থাকে। আল্লাহর রহমতে এখন কোনো সমস্যাই নেই। পুরোপুরি সুস্থ আছি।’
তিনি আরও বলেন, ‘বাসায় এখন আইসোলেশনে থাকবো। আমি এমনিতে বাড়তি সতর্ক হয়ে চলাফেরা করতাম। তবে, এখন আরোও সতর্ক থাকতে হবে। কয়েকদিন পরই দ্বিতীয় টেস্ট করাবো।’






















