খেলাধুলা ২৬ নভেম্বর, ২০২০ ০৯:০২

কাজী সালাউদ্দিনের করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন করোনা পজিটিভ হয়েছেন। হালকা করোনা উপসর্গ থাকায় নমুনা দিয়েছিলেন বুধবার পজিটিভ আসে তাঁর।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন বাফুফের টানা তিনবারের সভাপতি সালাউদ্দিনের সামান্য করোনার উপসর্গ ছিল। তিনি তাই আগেই আইসোলেশনে ছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় তাকে এখন সুস্থ হওয়ার আগ পর্যন্ত থাকতে হবে আইসোলেশনে।

তার দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে করোনা আক্রান্ত হন। তিনবার টেস্ট করিয়েও নেগেটিভ হননি। ইংলিশ কোচ জেমি তাই আছেন আইসোলেশনে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন আছে কাতারে বিশ্বকাপের প্রাক বাছাইপর্ব খেলার জন্য। দলের সঙ্গে জেমি ডে কাতার সফরে যেতে পারেননি। এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে দলের ডাগ আউটে ছিলেন জেমি ডে। দ্বিতীয় ম্যাচের আগে তিনি করোনা পজিটিভ হয়েছিলেন।