খেলাধুলা ৬ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৯

মুশফিকের ফিফটিতে ঢাকার সস্তির স্কোর

স্পোর্টস ডেস্ক

শুরুর ব্যাটসম্যানরা রান করতে না পারায় অফস্পিনার নাইম হাসানকে ইনিংস সূচনার দায়িত্ব দিয়েছিল বেক্সিমকো ঢাকা। সে আশাকে জলে যেতে হলো শেষমেশ। তাই আজ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তিন ম্যাচ দলের বাইরে থাকা সাব্বির রহমানকে একাদশে ফিরিয়ে সোজা ওপেনিংয়েই নামিয়েছে ঢাকা।

আগের পাঁচ ম্যাচের ধারাবাহিকতায় আরও একবারা ব্যর্থ হয়েছে ঢাকার টপঅর্ডার। দলীয় সংগ্রহ মাত্র ২৩ রান হতেই সাজঘরে ফিরে যান নাইম শেখ (১১ বলে ১৩), সাব্বির রহমান (১০ বলে ৭) ও তানজিদ হাসান তামিম (২ বলে ০)। তবে এরপর হাল ধরেন মুশফিকুর রহীম ও ইয়াসির আলি রাব্বি। আসরে মুশফিকের প্রথম ফিফটির সুবাদে লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পেরেছে ঢাকা।

টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান নাইম শেখ। প্রথম ওভারে নাহিদুল ইসলামের অফস্পিনে ভোগার পর, শরীফুল ইসলামের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ৪ ও তৃতীয় বলে ৬ মেরে চাপ সরানোর চেষ্টা করেন নাইম। কিন্তু সে ওভারের পঞ্চম বলে আবারও মারতে গিয়ে ধরা পড়েন নাহিদুলের হাতে। পরের ওভারে বল হাতে নিয়ে তানজিদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাহিদুল। মাত্র ১৩ রানে ২ উইকেট হারিয়ে বসে ঢাকা।

দলের চাপ আরও বাড়ে পঞ্চম ওভারে সাব্বির আউট হয়ে গেলে। আজই প্রথম সুযোগ রাকিবুল হাসানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে লেগবিফোরের ফাঁদে পড়েন সাব্বির। তানজিদ আগেই রিভিউ নষ্ট করায় সাব্বির আর তা নিতে পারেননি। এ তিন ব্যাটসম্যানের বিদায়ের কারণে পাওয়ার প্লে'তে মাত্র ২৫ রান হয় ঢাকার। তবে এরপরই মুশফিক ও ইয়াসিরের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

দুজনের পঞ্চম উইকেট জুটিতে আসে ৮৬ রান। শুরুতে হাত খুলে খেলতে পারেননি দুজনের কেউই। ইনিংসের দশ ওভারে পূরণ হয় ৫০ রান। সেখান থেকে শেষ ১০ ওভারে আসে ৯৫ রান। আগের ম্যাচে ফিফটি করলেও আজ আর তা পারেননি ইয়াসির। ইনিংসের ১৬তম ওভারে ইয়াসিরকে ফিরিয়ে জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে ৩ চারের মারে ৩৮ বলে ৩৪ রান করেন ইয়াসির।

পরে আকবর আলিকে নিয়ে ইনিংসের বাকিপথ পাড়ি দেন মুশফিক। ইনিংসের ১৮তম ওভারে তুলে নেন ক্যারিয়ারের ২৫তম টি-টোয়েন্টি ফিফটি। শরীফুলের করা সেই ওভারের শেষ দুই চার ও ছয় মারেন মুশফিক। তবে শেষ দুই ওভারে আসেনি কাঙ্ক্ষিত রান। সৌম্যর করা ১৯তম ওভারে ১২ রান হলেও, শেষ ওভারে মাত্র ৭ রান খরচ করেন মোস্তাফিজ।

শেষপর্যন্ত ৭ চারের সঙ্গে ৩ ছয়ের মারে ৫০ বলে ৭৩ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিক। আকবরের ব্যাট থেকে আসে ৯ বলে ১০ রান। ঢাকার ইনিংস থেমেছে ৪ উইকেটের বিনিময়ে ১৪৫ রানে।

চট্টগ্রামের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট নেন নাহিদুল। মোস্তাফিজের ৪ ওভারে হয় ১৯ রান, শিকার ১টি উইকেট। বাকি দুই উইকেট নেন শরীফুল ও রাকিবুল।