স্পোর্টস ডেস্ক
পিএসজির শিবিরে নতুন এক সুখবর। দীর্ঘ এক মাসের ইনজুরি কাঁটিয়ে আবারো মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্যারিস সেন্ট জার্মেই সতীর্থদের সাথে অনুশীলনে ফিরেছেন দক্ষিণ আমেরিকার ২৮ বছর বয়সী সুপারস্টার।
গেল মাসে লিওঁর বিপক্ষে ম্যাচের একদম শেষ পর্যায়ে থিয়াগো মেন্দেসের বেগতিক ট্যাকলে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। তারপর এক মাস পর চিকিৎসার পর দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরলেন তিনি।
এই একমাসে পিএসজির শিবির যেন পুরোটাই বদলে গেছে। বরখাস্ত হয়েছে কোচ থোমাস টুখেল। তার বদলি হিসেবে এসেছে মাউরিসিও পচেত্তিনো। নতুন এই আর্জেন্টাইন কোচ এখন নেইমারকে নিয়ে নতুন করে দল সাজানোর অপেক্ষায়।
এদিকে চোট কাটিয়ে ফিরেছেন প্রেসনেল কিম্পেম্বে ও লিয়েন্দ্রো পারেদেসও। ব্রেস্তের বিপক্ষে সুস্থ হয়ে খেলায় ফিরেছিলেন মাউরো ইকার্দি, লেভিন কুরজাওয়া ও আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি।






















