স্পোর্টস ডেস্ক
দেশে করোনা ভ্যাকসিন আসার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভ্যাকসিন আসার সাথে সাথেই তা কিনে নিবে বলে জানায় বিসিবি সূত্র। তারা জানায়, সরকারি প্রক্রিয়ার মাধ্যমে টিকা পাওয়ার জন্য অপেক্ষা করবে না তারা।
বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো চলতি মাসের শেষ দিকে ভারতীয় প্রতিষ্ঠান সিরামের থেকে করোনাভাইরাসের টিকা আনবে। তাদের থেকে কিনবে সরকার। টিকা হাতে পাওয়ার পর সরকারের মাধ্যমে বিনামূল্যে দ্বিতীয় থেকে তৃতীয় মাসের দিকে জাতীয় ক্রীড়া ফেডারেশন টিকা পাবে।
দেশে টিকা আসার পরে সরকারের মাধ্যমে তা পেতে তাই সময় লাগবে বিসিবির। কিন্তু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কারণে ক্রিকেট বোর্ড এতো দেরি করতে চায় না। কারণ তাদের এই ব্যস্ততা থাকবে বছর জুড়ে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, করোনার টিকা আসার পরে বিক্রি শুরু হতেই দেরি না করে কিনে ফেলবো। শুধু জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নয়। বরং এই খেলার সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত। যারা সরকারের থেকে বিনামূল্যে টিকা পাবে না। বোর্ডের পক্ষ থেকে তাই তাদের টিকা দেওয়া হবে।
ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, জাতীয় পর্যায়ের অ্যাথলেটসরা সরকারের থেকে দ্রুত টিকা পাবে। কিন্তু করোনাকালীন চাপা সূচির মধ্যে খেলা চালিয়ে যেতে হলে বিসিবির ম্যাচ রেফারি, আম্পায়ার, মাঠকর্মী, স্কোরারসহ আরও যারা সম্পৃক্ত তাদেরও টিকা দরকার। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম শ্রেণির ক্রিকেট চালু করতে তাদের কথা ভাবতে হবে। বোর্ড তাই নিজ উদ্যোগে তাদের টিকা সরবরাহের কাজটা করতে চায়।






















