খেলাধুলা ১৬ জানুয়ারি, ২০২১ ০৩:৫৮

জনপ্রিয় হওয়ার জন্যই বাবরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্পোর্টস ডেস্ক

হামিজা মুখতার নামে এক নারী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছিলেন বাবর তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এমন অভিযোগে মামলাও করেছিলেন হামিজা মুখতার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছিল পরে অবশ্য প্রমাণ হয় বিষয়টি মিথ্যা

এদিকে হামিজা মুখতার বাবরের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলার কারণ জানিয়েছেন তিনিকিছু বন্ধুর উসকানিতেবাবরের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেছিলেন বলে স্বীকার করেছেন হামিজা

হামিজা জানিয়েছেন, পাকিস্তান অধিনায়কের সঙ্গে অতীতে তার কোনো সম্পর্ক ছিল না, এখনও নেই

শুক্রবার সাজ সাদিক নামে এক পাকিস্তানের সংবাদকর্মী টুইটারে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গেছে, হামিজা মুখতার আইনজীবীর সামনে এক চুক্তিনামায় সই করছেন

হামিজার পক্ষে তার আইনজীবী চুক্তিনামা পড়ে শোনান

হামিজা লিখেছেন, ‘কোনো চাপ ছাড়াই আমি এই বিবৃতি দিচ্ছি কিছু বন্ধু আমাকে বলেছিল-বাবরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করো, বিখ্যাত হয়ে যাবে এরপর আমি এমন কোনো অভিযোগ করলে, আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত