খেলাধুলা ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৩৭

একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ।। 

বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একমাত্র টেস্ট সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে কোচ অধ্যায় শুরু হচ্ছে রাসেল ডমিঙ্গোর। এই সিরিজে টাইগার ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ছুটিতে থাকায় একদশের অটোমেটিক চয়েস হিসাবে দেখা যাবে সাদমান ইসলামকে। তার সাথে সঙ্গী হিসাবে দেখা যাবে আরেক মারকুটে ওপেনার সৌম্য সরকারকে। আর তিন নম্বর ব্যাটিং পজিশনে থাকছে মুমিনুল হক সৌরভ। চার ও পাঁচ ব্যাটিং পজিশনে পর্যায়ক্রমে মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসান। সাইলেন কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ ছয় নম্বরে আর সাতে লিটন দাস কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

ভারতের বিপক্ষে আগামী নভেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশীপের মিশন শুরু করবে বাংলাদেশ তাই বলা চলে আফগানদের বিপক্ষে এই সিরিজটি প্রস্তুতি সরূপ। ক্রিকেট বিশ্লেষকদের মতে আফগানিস্তানের বিপক্ষে স্পিন এবং পেস বোলাররাও অনেক সুবিধা পাবেন। তবে এই সিরিজে স্পিনই হবে ম্যাচের ফল নির্ধারক। তাই রশিদ খানদের সামলাতে বাংলাদেশের একাদশে বেশ কিছু নতুন চমক থাকতে পারে।

টাইগারদের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও তাসকিন আহমেদ।