স্পোর্টস ডেস্ক ।।
বোলিংয়ে এসেই দলকে দারুণ একটি ব্রেক থ্রু এনে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ওভারেই আফগানিস্তানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশমতউল্লাহ শহিদিকে উইকেট ছাড়া করেছেন এই অফ স্পিনার।
মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে আফগান শিবিরে আঘাতটি হানেন বাংলাদেশ দলের পার্টটাইম স্পিনার মাহমুদউল্লাহ। স্টাম্পের বাইরের বলটি ঠিকমতো খেলতে পারেননি হাশমতউল্লাহ। ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। স্লিপে দ্বিতীয় প্রচেষ্টায় তালু্বন্দি করেন সৌম্য সরকার। আফগানিস্তানের রান দাঁড়ায় ৩ উইকেটে ৭৭।
অপর দুইটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। তার বলে দলীয় ১৯ রানে উইকেট ছাড়া হয় ওপেনার ইহসানউল্লাহ (৯)। ৪৮ রানে উইকেট ছাড়া হন অপর ওপেনার ইব্রাহিম জাদরান (২১)।






















