খেলাধুলা ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৪০

মিরাজের আঘাতে সাজঘরে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক ।। 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। যেখানে দিনের শুরুতেই আফগানিস্তানের আগের দিনের দুই সেট ব্যাটসম্যানকে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। পরে দুই উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপর আফগান ইনিংসের সমাপ্তি ঘটান মিরাজ। 

হাস সেঞ্চুরি করা আফগান অধিনায়ক রশিদ খানকে ৫১ রানে সাজ ঘরে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন মিরাজ। এর ফলে আফগানিস্তানে ইনিংসের সমাপ্তি ঘটে ৩৪২ রানে। 

দ্বিতীয় দিনের শুরুতেই আসগর আফগানকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। সেঞ্চুরি বঞ্চিত সাবেক এই অধিনায়ক ১৭৪ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৯২ করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। পরে ৪১ রানে থাকা আফসার জাজাইকে বোল্ড করেন এই বাঁহাতি।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।