খেলাধুলা ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:৫৬

মেসির যে কাণ্ডে চমকে গেলেন প্রতিপক্ষের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি কে তাকে কাছে পেতে না চায় প্রতিপক্ষের খেলোয়াড়রাও বাদ নেই এই তালিকায় বার্সেলোনার ম্যাচ হলেই খেলা শেষে একটি দৃশ্য দেখা যায় মেসি তার জার্সি দিচ্ছেন প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে

বুধবার রাতে লা লিগায় এলচের বিপক্ষে খেলতে নামে কাতালান ক্লাবটি - গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে তারা মেসি নিজেও গোল করেছেন দুটি খেলা শেষে দুই দলের খেলয়াড়রা হাঁটছেন ন্যু ক্যাম্পের ড্রেসিং রুমের দিকে তখন এলচের গোলরক্ষক এডগার বাদিয়া মেসির কাছে জার্সি চান মেসিও তার জার্সি দিতে কার্পণ্য করেননি এর পরের দৃশ্য নিজেই হজম করতে পারেননি বাদিয়া

জার্সি দেওয়ার পর মেসি এবার বাদিয়াকে বলেন তার জার্সি খুলে দিতে! এটা যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারেননি এলচের গোলরক্ষক এরপর দ্রুত নিজের জার্সি খুলে দেন ফুটবল জাদুকরের হাতে