খেলাধুলা ২৩ অক্টোবর, ২০২২ ১২:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ১২৯ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

ম্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে ১২৯ রানে টার্গেট দিলো আয়ারল্যান্ড। ওয়েস্ট উইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করা আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। কিন্তু শ্রীলংকার নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধ করতে পারেনি ইউরোপের এ দলটি। 

শুরুতেই ওপেনার অ্যান্ড্রু বালবার্নির উইকেট হরিয়ে হোঁচট খায় আয়ারল্যান্ড। এরপর লোরকান টাকারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন ব্যাট হাতে উইন্ডিজ বধের নায়ক পল স্টার্লিং। টাকার ১০ রানে আউট হওয়ার পর হেরি টেক্টরকে নিয়ে আরও একটি ছোট জুটি গড়েন তিনি। ২৫ বলে ৩৪ রানে স্টার্লিং আউট হলে দুজনের ২৯ রানের জুটি ভাঙে। ৫ রানের ব্যবধানে কার্টিস ক্যাম্ফারও দ্রুত ফিরে যান ড্রেসিংরুমে। এ সময় দলীয় রান সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ৬০।

শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৮ রান করতে পেরেছে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৪৫ রান করেছেন টেক্টর। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার মহেশ তিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

আমাদের কাগজ//টিএ