খেলাধুলা ২৫ অক্টোবর, ২০২২ ০৩:৫৮

বল টেম্পারিংয়ে যুক্ত ছিল দক্ষিণ আফ্রিকাও: পেইন

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে দক্ষিণ  আফ্রিকা সফরে  অস্ট্রেলিয়া করা‘বল টেম্পারিং’একটি  সামালোচিত ঘটনা। এই ঘটনার সঙ্গে জড়িত ক্রিকেটার ভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট শাস্তিও পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকাও এই ‘বল টেম্পারিং’যুক্ত ছিলেন বলে  নিজের আত্মজীবনীতে উল্লেখ করেন টিম পেইন। দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের দিকে আঙুল তুললেও নাম প্রকাশ করেননি অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। 

নিজের আত্মজীবনী ‘দ্য পেইড প্রাইস’এ জোহানেসবার্গ টেস্ট নিয়ে  পেইন কথা বলেন, ‘আমি সিরিজের চতুর্থ টেস্টে এমনটা হতে দেখেছি। আমি বোলারের প্রান্তে দাঁড়িয়ে দেখেছি, মিড অফে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার বলের আকার বিকৃতির চেষ্টা করছিল। শুধু একবার ভাবুন। কেপটাউনে বল টেম্পারিং নিয়ে শিরোনাম হওয়ার পরেও এমন ঘটনা ঘটেছে।’ 

জোহানেসবার্গ টেস্টের ‘বল টেম্পারিং ঘটনাটি ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত।

 

আমাদের কাগজ//টিএ