স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেডে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়লেভে ভারত-বাংলাদেশ ম্যাচের পরেই শাহিদ আফ্রিদিরা অভিযোগ তোলেন যে, ভারতকে সেমিফাইনালে তোলার চেষ্টায় মরিয়া আইসিসি ভিজে মাঠে বাংলাদেশকে ব্যাট করতে বাধ্য করেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ভারতের প্রতি পক্ষপাতিত্বে অভিযোগ করছে অনেকেই। এবার ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের পাওয়ার হাউস হিসেবে মেনে নিয়েও আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করলেন রজার বিনি।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘(এমন অভিযোগ তোলা) একেবারে ঠিক নয়। আমি মনে করি না আইসিসি আমাদের প্রতি পক্ষপাতিত্ব করেছে বলে। সবার সঙ্গেই সমান আচরণ করা হয়। কোনওভাবেই একথা (পক্ষপাতিত্বের) বলা যায় না। অন্য দলগুলির থেকে আমরা বাড়তি কী সুবিধা পেয়েছি? সন্দেহ নেই ভারত আন্তর্জাতিক ক্রিকেটের বড় পাওয়ার হাউস। তবে আইসিসি সবাইকে সমান চোখে দেখে।’
অ্যাডিলেডে বাংলাদেশ–ভারত ম্যাচে বৃষ্টির কারণে খেলায় বিরতি চলাকালীন দেশটির সংবাদমাধ্যম সামা টিভিতে পাকিস্তানি এক সংবাদকর্মী বলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির।’
আফ্রিদি সেই অনুষ্ঠানে প্যানেলের অংশ ছিলেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি জানি কী ঘটেছে। প্রচুর বৃষ্টি হলেও বিরতির পর খেলা দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে এটা বোঝাই যায়। এখানে আরও অনেক বিষয় জড়িত।’
গত মাসেই বিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জেতা রজার বিনি।
আমাদের কাগজ//টিএ






















