খেলাধুলা ১৪ নভেম্বর, ২০২২ ০৮:২৫

"সব সৃষ্টিকর্তার ইচ্ছা" বললেন রিজওয়ান 

আমাদের কাগজ ডেস্কঃ দ্বিতীয় শিরোপা ইংল্যান্ডের। হাতে শিরোপা ওঠার মধ্যদিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। 

রোববার (১৩ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে শিরোপা হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শিরোপা ঘরে তুলেছে। 

ম্যাচে ইংলিশ বোলারদের কাছে বেশ অসহায় ছিল পাকিস্তানের ব্যাটাররা। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডার কিছুটা চেষ্টা চালায়। কিন্তু জয়ের জন্য পর্যাপ্ত রান তুলতে ব্যর্থ হয়। তবে তাদের আগে কেবল ওয়েস্ট ইন্ডিজই দুইবার শিরোপা ঘরে তুলতে পেরেছিল। ইংল্যান্ড প্রথমবার শিরোপা জিতে ২০১০ সালে। শেষ পর্যন্ত স্টোকসের অপরাজিত হাফসেঞ্চুরিতে শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড।  

মোহাম্মদ রিজওয়ান নিজের টুইটারে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা মাথা উঁচু করে ছিলাম। আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকি। আমরা জাগ্রত চোখে স্বপ্ন দেখব এবং শ্রেষ্ঠত্বের জন্য কঠোর পরিশ্রম করে যাব, ইনশাআল্লাহ। অকুণ্ঠ সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সব সৃষ্টিকর্তার ইচ্ছা।

এ দিকে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ইংল্যান্ড দলকে অভিনন্দন, আমরা মনে করি সবাই এখানে আমাদের সমর্থন করতে এসেছে। শেষ চার ম্যাচে আমাদের দল যেভাবে এগিয়েছে, তা অবিশ্বাস্য ছিল। আমি আমাদের দলের ক্রিকেটারদের স্বাভাবিক খেলা খেলতে বলেছি, স্বাধীনতার সাথে। 

বাবর আরও বলেন, আমরা আজ ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারিনি। আমরা তুলনামূলক ২০ রান কম করেছি। শেষ ওভারগুলোতে প্রত্যাশিত রান তুলতে পারিনি। তারপরও আমরা যে এ পর্যন্ত লড়াই করেছি তা অবিশ্বাস্য ছিল। আমাদের বোলিং অন্যতম সেরা কিন্তু দুর্ভাগ্যবশত শাহিনের ইনজুরির কারণে আমাদের আলাদা ফল হয়েছে, কিন্তু এটা খেলারই অংশ।

 

আমাদের কাগজ/এম টি