স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর বাকি আর দুই দিন। মরুর দেশের বিশ্ব আসরকে ঘিরে উন্মাদনার শেষ নেই ফুটবল প্রেমীদের মাঝে। বিশ্বকাপকে সামনে রেখে কাতারে আসতে শুরু করেছে দলগুলো। কাতারে এসেই দলগুলো উঠছে পাঁচ তারকা হোটেলে। হোটেলগুলোতে রাখা হয়েছে সব ধরণের সুযোগ সুবিধা।
এবার বিশ্বকাপে অন্যতম ফেবরিট দল হলো আর্জেন্টিনা। বিশ্বকাপে অংশগ্রহণ করা সব দল যেখানে হোটেলে উঠবে। সেখানে ব্যতিক্রম আর্জেন্টিনা পুরো দল হোটেলে না উঠে উঠবে কাতার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হলে । এ সিদ্ধান্তের পেছনে কারন হলো আর্জেন্টিনা দল যেনো বারবিকিউর আসর বসাতে পারে।
স্টুডেন্ট হলে নতুন করে বার্বিকিউ সিস্টেম লাগানো হয়েছে যাতে করে আর্জেন্টিনা দল তাদের ‘আসাদোস’ রান্না করে খেতে এবং উপভোগ করতে পারে। এই ডিশটি হল বার্বিকিউ করা মাংসের একটি ডিশ। যার উপর হাল্কা লবণ ছড়ানো থাকে। এরপর স্যালাদ এবং ওয়াইনের সঙ্গে ডিশটি খেতে দেওয়া হয়।
আর্জেন্টিনা ফুটবলের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা বহুবার কাতার বিশ্ববিদ্যালয়ের এই হলে এসেছি। এখানকার পরিকাঠামো (বারবিকিউ) দুর্দান্ত। এখানে খোলা মঞ্চের মত জায়গা রয়েছে। যেখানে দলের ফুটবলাররা একসঙ্গে বসে ‘আসাদোস’ উপভোগ করতে পারেন। এটা ফুটবলারদের জন্য এবং আর্জেন্টিনার লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ।”
তিনি আরও যোগ করেন, “যতদিন দল কাতারে রয়েছে ততদিন আমরা দলকে ঘরোয়া পরিবেশ উপহার দিতে চাই। এটা করার সব থেকে ভালো উপায় হল যাতে করে তারা ঘরের খাবারের স্বাদ পায়। পাশাপাশি নিজেদের ফুটবলেও তারা ফোকাস করতে পারে।”
আমাদের কাগজ//টিএ






















