স্পোর্টস ডেস্ক: সৌদির বিপক্ষে ২-০ গোলে দারুণ জয় পেয়েছে পোল্যান্ড। তবে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা সৌদি আরব একের পর এক আক্রমণ করেও পোল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি।
বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগ তৈরি করলেও গোল পায়নি তারা। বিশেষ করে পোল্যান্ডের গোলরক্ষক ওজিয়েক সিজিসনি সৌদি আরবের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন।
১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত সৌদি। সতীর্থকে দিয়ে বল দেওয়ার পর বক্সে বল নিয়ে শট নেন মোহাম্মদ কানো। কিন্তু দারুণ দক্ষতায় বল বাঁচান চেজনি। এ সময় দুই দলের খেলোয়াড়রা শারীরিক প্রতিযোগিতায় মেতে ওঠেন। প্রচুর ফাউল। যে কারণে ৮ মিনিটে চারবার হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে।
২৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় পোল্যান্ড। জিলিনস্কি কর্নার কিক নেওয়ায় বিয়েলিক হেড করেন। তবে জালে ঢুকতে দেননি সৌদি ডিফেন্ডার আল সেহরি।
৩৯তম মিনিটে গোল করেন জিলিনস্কি। প্রতি আক্রমণে বল নিয়ে দ্রুত সৌদি বক্সে ঢুকে পড়েন রবার্ট লেভান্ডোস্কি। ডিফেন্ডারদের সঙ্গে কাটানোর পর বল দেন জিলিনস্কির হাতে। দারুণ এক শটে সৌদির জালে বল জড়ান তিনি।
৪৪ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব। বিলেক্স ফাউল আল সেহরি। ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক নিতে আসেন সালেম আল দাওসারি। কিন্তু গোলরক্ষক ওজিয়েক সিজিসনি বাঁ দিকে ডাইভ দিয়ে বল আটকান। ফিরতি বলে শট করেন আরেক সৌদি ফুটবলার। কিন্তু সেটিও দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ওজিক চেজনি।
আমাদের কাগজ/এইচএম






















