আন্তর্জাতিক ডেস্ক: চারবারের শিরোপা জয়ী হয়েও গত আসরে প্রথমবার তারা গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। যা দলটির ফুটবল ইতিহাসে ৮০ বছরে দেখা যায়নি। এই তথ্য ম্যুলারদের সার্বিক চিত্র তুলে ধরার জন্য যথেষ্ট। আজ প্রতিপক্ষও এমন এক দল যাদের খেলায় মিলছে ঐতিহ্যগত তিকিতাকার শিল্প সুষমা। তাই অবধারিতভাবে প্রশ্নটা এলো সেই বীরত্বপূর্ণ জার্মানি টিমটার অস্তিত্ব আছে কিনা। রবিবার (২৭ অক্টোবর) সবচেয়ে বড় ম্যাচে স্পেনের ম্যাচটা তাদের কাছে এখন ‘ফাইনাল’। তাদের টিকে থাকার লড়াই শুরু হবে রাত ১টায়।
জার্মান কোচ হানসি ফ্লিক বলেছেন,‘আমরা অভিযান অব্যাহত রাখার চেষ্টা করবো। নিজেদের দল ও কোয়ালিটির ওপর বিশ্বাস আছে। আর এই ম্যাচের জন্য যেই বিশ্বাস-সাহস দরকার সেটাও আছে।’রবিবার মাঠেই এর জবাব পাবেন। আর সেটা হবে প্রশ্নের সঠিক উত্তর।’
এদিকে,জাপানের কাছে জার্মানি হারার পর প্রবল চাপে রয়েছে। তবে স্বস্তিতে নেই স্পেন কোচ এনরিক। শনিবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে স্পেন বসের কন্ঠে এমনই কথা শোনা গেলো।
এনরিক বলছিলেন, ‘জার্মানি বিশ্বফুটবলের অন্যতম সেরা শক্তি। ওদের দলে একাধিক এমন ফুটবলার আছে, যারা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। তা ছাড়া আমাদের মতো ওরাও প্রচুর পাস খেলে আক্রমণে ওঠে।’
এনরিক আরো বললেন, ‘আমরা কাউকেই সমীহ করি না। কোস্টারিকার মতো জার্মানির বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবলই খেলতে বলছি ছেলেদের। আমাদের লক্ষ্য রোববারই বিশ্বকাপের শেষ ষোলোয় ছাড়পত্র আদায় করে নেওয়া। জিততে না পারলে পরিস্থিতি একটু কঠিন হয়ে পড়বে। কারণ, শেষ ম্যাচে আমাদের খেলতে হবে জাপানের সঙ্গে।’
অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বেলজিয়াম-মরক্কো। রাত ১০টায় ক্রোয়েশিয়া-কানাডা। সবগুলো ম্যাচই দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।
আমাদের কাগজ//টিএ






















