খেলাধুলা ২০ ডিসেম্বর, ২০২২ ০৫:২৫

কেন মার্টিনেজের এই অশ্লীল ভঙ্গি, মিলল উত্তর

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্বকাপের ফাইনাল জয়ের পর রাত পার হহবা তার আগেই নতুন বিতর্কে জড়িয়ে পরলনে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

মাঠে দশ গজ দূরে বক্সের মধ্যে মুয়ানির পায়ে বল, সামনে শুধু এমিলিয়ানো মার্টিনেজ। এমন সময় স্পাইডারম্যানের মতো হাত-পা ছড়িয়ে যে সেভটা করলেন আর্জেন্টাইন গোলরক্ষক সেটা রীতিমতো ইতিহাস হয়ে থাকল। এই সেভের জোরেই ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি উঠল লিওনেল মেসির হাতে। 

তবে বিশ্বকাপ ফাইনাল জয়ে রাতে টাইব্রেকারে পেনাল্টি রুখে আটকে দেন ফ্রান্সকে। সেই মার্টিনেজই ম্যাচের পর অশ্লীল ভঙ্গি করে বিতর্কে জড়ালেন। যা নিয়ে তোলপাড় বিশ্ব ফুটবল। 

জানা যায়, পুরষ্কারটা গ্রহণের সময় মার্টিনেজ ফুরফুরে মেজাজে ছিল । ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় এমনিতেই দারুণ উচ্ছ্বাস মুখ্যর পরিবেশ উপহার দিল। আবেগঘণ এ মুহূর্তে একেকজন উদযাপন করেছেন একেকভাবে। কিন্তু মার্টিনেজেরটা লেগেছে দৃষ্টিকটু। গোল্ডেন গ্লাভস পুরষ্কার হাতে পাওয়ার পর ফটোগ্রাফারদের দিকে এমন অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বিশেষ করে কাতারের রক্ষণশীল সংস্কৃতি তো মানতেই পারেনি ব্যাপারটা। 

 

অনেকেই ধারণা করেছিলেন এটা কাতারের বিভিন্ন আইনের বিপক্ষে। তবে তখনই জানা যায়নি কিছুই। জবাব একটু পরে। মার্টিনেজ নিজেই জানালেন কাতারের প্রসঙ্গে কিছু নয় বরং, ‘টাইব্রেকারের সময় ফরাসিরা আমার সঙ্গে যা করেছে, এটা তারই জবাব।’ ম্যাচশেষে ফরাসিদের ওপর এতোটাই উত্তেজিত ছিলেন বলে ড্রেসিংরুমে সেলিব্রেশনের সময় এমবাপের নামে এক মিনিট নীরবতাও পালন করতে বলেন তিনি।

আরও জানা যায়, এর সঙ্গেই মার্টিনেজ যোগ করেন, ‘আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই জয় পরিবারকে উৎসর্গ করতে চাই। পুরো পেনাল্টি শুটআউটে আমি শান্ত থাকার চেষ্টা করেছি। এটাই আমার স্ট্র্যাটেজি ছিল।’

আমাদের কাগজ/ এমটি