খেলাধুলা ৫ জানুয়ারি, ২০২৩ ০১:০৬

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,খেলাধুলা ডেস্কঃ তিন ম্যাচের সমন্বয় টি-টোয়েন্টি। এ মৌসুমে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। আর এতে ভারতের প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা। পুনে’র মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলাটি। 

তবে প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান সাঞ্জু স্যামসন। তাই বলা চলে চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সাঞ্জু। বাড়তি সতর্কতার জন্য বিসিসিআই এর পরামর্শে মুম্বাইতে অবস্থান করছেন এই উইকেট রক্ষক-ব্যাটার। 

তার জায়গায় দল ভারী করেছেন জীতেশ শর্মা। অবশ্য সাঞ্জু ছিটকে গেলেও ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন আরশদীপ সিং। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরতে মরিয়া শ্রীলঙ্কাও।

এর আগে, প্রথম ম্যাচে শেষ ওভারে মাত্র ২ রানে জয় পায় ভারত। মঙ্গলবার(৩ জানুয়ারী) রাতে এই ম্যাচে ভারত টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়েছিল দুই খেলোয়াড় শুভমান গিল আর শিভাম মাভির। গিল (৭) ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। 

তবে মাভি তার প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন। ৪ ওভারে ২২ রান খরচায় একাই ৪ উইকেট নিয়েছেন এই পেসার।

 

প্রসঙ্গত, এটি ক্রিকেট খেলার একটি সংক্ষিপ্ত সংস্করণ।২০০৩ সালে প্রথম ইংল্যান্ডের কাউন্টি দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি খেলা শুরু হয়।

পরবর্তীতে ২০০৪ এবং ২০০৫ সালে যথাক্রমে ছেলেদের ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হয়।২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয় এবং ভারত চ্যাম্পিয়ন হয়।

তাই নির্দ্বিধায় বলা চলে টি-টোয়েন্টিতে ভারত বরাবরের মত এগিয়ে। তবে শ্রীলঙ্কার মত টিমকে একেবারে উড়িয়ে দেওয়ার মত নয়। সামঞ্জস্যতা ফেরাতে ম্যাচ জুড়ে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। 

আমাদের কাগজ/এম টি