খেলাধুলা ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:০৪

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ২৭তম স্প্যানিশ ট্রফির পথে ভালোভাবে ছুটছে বার্সা। রিয়ালের সঙ্গে ব্যবধান আবারো ৮ পয়েন্টে বাড়িয়েছে টেবিলের শীর্ষ দলটি। ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট কাতালান জায়ান্টদের, ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে মাদ্রিদ ক্লাব। সব ধরনের প্রতিযোগিতায় তারা ১৮ ম্যাচ অপরাজিত থাকলো রোববার কাদিজকে হারিয়ে। ২-০ গোলে লা লিগায় টানা সপ্তম ম্যাচ জিতেছে তারা। তাতে চাপে পড়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগ প্লে অফের দ্বিতীয় লেগে ম্যানইউর মুখোমুখি হবে বার্সা। গত সপ্তাহে প্রথম লেগ ২-২ গোলে ড্র করেছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে কোচ জাভি হার্নান্দেজ শুরুর লাইন আপে ছয়টি পরিবর্তন আনেন। কিন্তু দলের ছন্দ চেনারূপে ছিল।

ন্যু ক্যাম্প স্টেডিয়ামে বলতে গেলে একপেশে ম্যাচ হয়েছে। অফসাইডে দুটো গোল বাতিল ও দুইবার পোস্টে আঘাতসহ প্রতিপক্ষের একাধিক সুযোগ নষ্ট হলেও নিয়ন্ত্রণ হারায়নি বার্সা।

কাদিজ শুরুতে আক্রমণে যায়। রজার মার্তির গোল বাতিল হয় অফসাইডে। এরপর বার্সার নিয়ন্ত্রণে ম্যাচ, রাতটা দারুণ কেটেছে ফেরান তোরেসের। সার্জি রবার্তোর গোলে বিল্ড আপের আগে তিনটি সুযোগ পান তিনি গোল করার।

৪৩তম মিনিটে রবার্তোকে দিয়ে গোল করায় অবদান ছিল তোরেসের। তিন ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস দেন তিনি, রবার্ট লেভানডোভস্কির ডাইভিং হেড ফিরে এলে প্রথম স্ট্রাইকে গোল করেন রবার্তো।

বিরতির আগে বার্সার ব্যবধান বাড়ান লেভানডোভস্কি। বক্সের ঠিক ভেতর থেকে নিচু শটে ২-০ করেন তিনি। পোল্যান্ড স্ট্রাইকার ৫৭তম মিনিটে গোল পেয়ে যেতেন, কিন্তু ক্রসবারে লাগে বল। বার্সা বাকি সময়ে নির্ভার থেকে খেলে। তাতে কাদিজ কয়েকটি সুযোগ পায়। মার্তির আরেকটি গোল বাতিল হয় ফাউলের কারণে। এছাড়া ক্রিস্টোফার রামোস ডে লা ফ্লোর ও চোকো লোজানো পোস্টে লাগান বল।

আমাদেরকাগজ/ এইচকে