খেলাধুলা ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪০

বিশ্বকাপ থেকে খালি হাতে নারী দল

স্পোর্টস ডেস্ক : নারী টি২০ বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেই দেশে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি রাতে কেপ টাউনে নিজেদের শেষ ম্যাচে নিগার সুলতানার দল ১০ উইকেটে হেরেছে স্বাগতিকদের কাছে। বাংলাদেশকে হারিয়ে প্রোটিয়ারা উঠেছে সেমিফাইনালে। তারা শুধু রান রেটে পেছনে ফেলে নিউজল্যান্ড ও শ্রীলঙ্কাকে।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে হারের পর শেষ ম্যাচে স্বাগতিক দেশের কাছে স্রেফ উড়ে যায় নিগারের দল।

বাংলাদেশ ৬ উইকেটে ১১৩ রান তুললে মাত্র ১৭.২ ওভারেই সেই রান টপকে যায় সুনে লুজের দল। লরা উলভার্ট ৫৬ বলে ৬৬ রান ও তাজমিন ব্রিটস ৫১ বলে ৫০ রান করেন। এটা বাংলাদেশের নারীদের পঞ্চম টি২০ বিশ্বকাপ। ২০১৪ সালে ঘরের মাটিতে দুটি ম্যাচ জিতলেও এরপর চার আসরে ১২ ম্যাচে জয়হীন নারীরা।

‘এ’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এবং ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ভারত সেমিফাইনালে উঠেছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সেমিফাইনাল, রোববার ফাইনাল। টি২০ বিশ্বকাপে সাত আসরের মধ্যে পাঁচবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

আমাদেরকাগজ/ এইচকে