খেলাধুলা ৩ এপ্রিল, ২০২৩ ০৭:৩৭

এবার টেস্টে অনিশ্চিত তামিম

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের টেস্ট ম্যাচ আগামীকাল। এর মধ্যেই আসছে টাইগার শিবিরে একের পর এক দুঃসংবাদ। আজ সোমবার দুপুর নাগাদ জানা গেছে প্রথম টেস্টে খেলবেন না তাসকিন আহমেদ। এদিকে সন্ধ্যায় জানা গেছে প্রথম টেস্টের জন্য অনিশ্চিত তামিম ইকবালও।

এই অভিজ্ঞ ওপেনারের ছেলে অসুস্থ থাকায় আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া নিয়ে রয়েছর সংশয়। বিসিবির ক্রিকেট অপারেশান্স বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, এই ম্যাচে তামিম খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। 

বিসিবির এই পরিচালক বলেন, 'এদিকে তামিম ইকবালের ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে ব্যস্ত রয়েছে। শেষ মুহুর্তে সে খেলবে কিনা আমরা নিশ্চিত না। কিন্তু আশাকরি হয়ত খেলবে। তারও একটা পারিবারিক সমস্যা রয়েছে। বাকি যারা রয়েছে সবাই যোগ্য। আমাদের হাতে ইনজুরির বাইরে যারা আছে সবাই যোগ্য, আশা করি তারা ভালো করবে।

আমাদেরকাগজ/ এইচকে