খেলাধুলা ১৬ এপ্রিল, ২০২৩ ০৪:৪৪

মেসি-এমবাপ্পের গোলে পিএসজির টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক : ধুঁকতে থাকা পিএসজি ফর্মে ফিরেছে। রোববার, ১৬ এপ্রিল রাতে লিগ ওয়ানের ম্যাচে লাঁসকে ৩-১ গোলে হারিয়ে ফরাসি জায়ান্টরা তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। নেইমারহীন দলটির হয়ে জ্বলে উঠেছেন অপর দুই বড় তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

পিএসজির ঘরের মাঠে পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৯ মিনিট না পেরোতেই ১০ জনের দলে পরিণত হয় লাঁস। আশরাফ হাকিমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আব্দুল সামেদ। ম্যাচের ৩১তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনিয়া। বিরতির আগেই আরো এক গোল পায় পিএসজি। ৪০তম মিনিটে এমবাপ্পের নিখুঁত ব্যাকহিল থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি।

পিএসজি বিরতির পর অবশ্য আর কোনো গোল পায়নি। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন লাঁসের ফ্রাঙ্কোভস্কি। এই জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি। ৩১ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লাঁস।

আমাদেরকাগজ/ এইচকে