খেলাধুলা ২৬ এপ্রিল, ২০২৩ ০৫:৪৩

সৌরভ গাঙ্গুলী কথা দিয়েও কথা রাখেননি : আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করায় টাইগার এই তারকা ব্যাটারকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন গাঙ্গুলী। তবে পরবর্তীতে আর টাইগার এই ক্রিকেটারকে দলে নেননি সৌরভ। আইপিএল নিয়ে বিভিন্ন সময়ে অনেক ক্রিকেটারও বিষয়টি নিয়ে কথা বলেছেন। এই তো কয়েক দিন আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও আইপিএল নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।

তিনি জানান, সৌরভ গাঙ্গুলী তাকে আইপিএলে দলে নেওয়ার কথা দিয়েও সেটি রাখেননি। আইপিএলের যাত্রা শুরু হয় ২০০৮ সালে। আর সেই আসরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে এই রেকর্ড করেছিলেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আশরাফুল। বাংলাদেশের আশরাফুলকে না নিয়ে সে সময় জিম্বাবুয়ের এক ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর।‘আইপিএল যখন শুরু হয়েছিল ২০০৭ সালে, তখন আমি দ্রুততম ফিফটি করেছিলাম বিশ্ব ক্রিকেটে। আমি আশা করেছিলাম আইপিএল হচ্ছে যেহেতু আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব।’

কলকাতার অধিনায়ক সৌরভের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, ‘সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা হয়েছিল আমার। দাদা বলছিল হ্যাঁ তোকে তো ৪-৫টা দল নেবে যারা বেশি দাম দিয়ে নেবে। আমি বললাম বেশি দাম দরকার নেই আপনি কিন্তু কলটা কইরেন। তিনি বললেন ‘হ্যাঁ হ্যাঁ’। পরে দেখা গেল দাদা আমাকে কল না করে তাতেন্দা তাইবুকে কল করেছিল। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। তারপর তো দ্বিতীয় বার আমি আর মাশরাফি সুযোগ পেয়েছিলাম। প্রথমবার রাজ ভাই সুযোগ পেয়েছিলেন।

আমাদেরকাগজ / এইচকে