খেলাধুলা ৫ জুন, ২০২৩ ০৯:৩৮

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল নিয়ে যা বললেন কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক : ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল উপলক্ষে সোমবার, ৫ জুন থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথম দিনেই খেলোয়াড়দের উৎসাহ দিতে কিংস অ্যারেনায় এসেছিলেন কাজী সালাউদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবারের দলটি তার মনে ধরেছে। এবারের সাফে বাংলাদেশ দল 'খুবই ভালো করবে' বলেও মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন বলেন, 'জাতীয় দলের প্রথম টেনিং সেশনে আসার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি, আসছে সাফ চ্যাম্পিয়নশিপে দল ভালো করবে। আমি এখানে এসেছি খেলোয়াড়দের সাথে কথা বলতে। ওদেরকে বলতে এসেছি যে- তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না।

৯০ মিনিট পরে রেজাল্ট হবে। জিতবে বা হারবে। কিন্তু মাঠে যাওয়া প্রতিপক্ষ যেমন ভালো, তোমরাও তেমন ভালো- এই মনোভাব নিয়ে খেলবে। কিছুদিন ধরে আমি যেটা দেখছি, ছেলেদের মনোভাব খুবই শক্তিশালী এবং তাদের মানসিকতাতেই জয়ের আকাঙ্খা।

কাজী সালাউদ্দিন আরও বলেন, 'আমি বলতে এসেছি, জেতার মতো দল তোমাদের আছে, কিন্তু ম্যাচের আগেই যদি তুমি হেরে যাও, তাহলে সমস্যা। তো এটাই ছিল খেলোয়াড়দের সাথে আমার মূল আলোচনা। ছেলেরা পুরো লিগ খেলেছে। টপ ফর্মে আছে। যে কন্ডিশনে আমি খেলোয়াড়দের দেখছি, তাতে মনে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা ভালো কিছু করব। কেননা, কিছু খেলোয়াড়ের লিগের পারফরম্যান্স আমি দেখেছি, যেটা ছিল অনেক আলাদা মানের।'

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে মেয়েদের দুর্দান্ত সাফল্যের বিপরীতে ছেলেদের পারফর্মেন্স করুণ। তবু সালাউদ্দিন ছেলেদের দলে বেশ কয়েকজনের উন্নতি দেখছেন, 'আগের থেকে দুই-চার জন খেলোয়াড়ের অনেক উন্নতি হয়েছে। কিছু নতুন খেলোয়াড়ও আছে, আপনারা আবাহনী, মোহামেডান, বসুন্ধরার শেষ চার-পাঁচটা ম্যাচ দেখেছেন। সেখানে কিছু খেলোয়াড় দারুণ পারফর্ম করেছে। আমি শুধু চাই, আপনারা এই ছেলেদের সমর্থন করুন। এটা আপনার, আমার এবং এই ছেলেদের দেশ। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমাদের ফল পাওয়ার সম্ভাবনা আছে।'


আমাদেরকাগজ / এইচকে