স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে খেলছেন পিঠের চোটে ভোগা তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে টস করেছেন তিনি। টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে অধিনায়ক তামিম ইকবাল বলেন, এখনও শারীরিকভাবে ফিট নন তিনি। তবে বুধবারের ম্যাচ খেলবেন। এই নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। এমন কি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এই নিয়ে কথা বলেন। তিনি প্রতিদিনের বাংলাদেশের কাছে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তিনি আরও জানান, কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বিষয়টি মানতে পারছেন না। তবুও বুধবারের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তামিম।
বাংলাদেশ দলের একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও সাকিব আল হাসান। ইংল্যান্ড সিরিজের পর থেকেই দলের বাইরে ছিলেন আফিফ। ফর্ম হারানো আফিফ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দলে ফিরেই জায়গা পেয়েছেন একাদশে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। হাসান মাহমুদের সঙ্গে একাদশে আছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। একাদশে জায়গা হয়নি ওপেনার নাঈম শেখের।
আফগানিস্তানের হয়ে পেসার মোহাম্মদ সালিম খেলবেন নিজের অভিষেক ম্যাচ। এছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরেছেন রশিদ খান। স্পিনার মুজিব উর রহমানও আছেন একাদশে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম।
আমাদের কাগজ/টিআর






















