স্পোর্টস ডেস্ক: আফগানদের ১২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের ওয়ানডে ক্যারিয়ারে দশম হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে জিতেছে টাইগাররা। এ জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল সফরকারীরা। হোয়াইটওয়াশ এড়ানোর ফলে র্যাঙ্কিংয়ে সাত নম্বরেই থাকতে সক্ষম হল টাইগাররা। ২৩.৩ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। লিটন দাস ৬০ বলে ৫৩ রানে এবং তাওহীদ হৃদয় ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন। সাকিব আল হাসান ৩৯ বলে ৩৯ রান করে আউট হন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি হেরেছিল বাংলাদেশ।
মঙ্গলবার (১১ জুলাই) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নেমে আফগানদের ১২৬ রানে গুটিয়ে দিয়েছে টাইগার বোলাররা।
বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ৪৫.১ ওভারে ১২৬ রানে আফগানদের গুটিয়ে দিতে অগ্রণীভূমিকা রাখেন পেসার শরিফুল এবং তাসকিন আহমেদ। শরিফুল ২১ রানে ৪ উইকেট এবং ৩৩ রানে ২ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। অপর ৪টি উইকেটের ২টি নেন স্পিনার তাইজুল ইসলাম, সাকিব ও মিরাজ উভয়ে ১টি করে উইকেট লাভ করে। আফগানদের মধ্যে আজমতউল্লাহ ওমারজাই ৭১ বলে ৫৬ রান করেন।
আমাদেরকাগজ/এইচএম