খেলাধুলা ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:০৮

দুই রানের ব্যবধানে ভারতের দুই উইকেট

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারত। বিনা উইকেটে তারা ‍তুলে নিয়েছে শতরান। তাও আবার ১৩.২ ওভারে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও শুভমান গিল দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। রোহিত ৪২ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ফিফটি করেন। আর গিলও ৪২ বলে সমান সংখ্যক চার ও ছক্কায় ফিফটি করেন। ভারত শিবিরে প্রথম আঘাত হানে শাদাব খান। শাদাব খানের বলে ফাহিম আশ্রাফের হাতে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। শুভমান গিল মাত্র দুই রানের ব্যবধানে শাহিন শাহর বলে আগহ সালমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তাতে শুরুতেই ঝড়ো সংগ্রহ পেয়েছে ভারত।

ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদি ও নাসিম শাহর উপর চড়াও হন রোহিত ও গিল। দুই ওপেনার মিলে চার-ছক্কার ঝড় বইয়ে দেন। তাতে শুরুর ৫ ওভারেই ৩৭ রান তুলে ফেলে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। ১০ বলে ৬ রান করে এক প্রান্তে আছেন কোহলী। অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলে ১৫ বলে ১০ রানে অপরাজিত আছেন রাহুল।  

স্কোর:
ভারত: ১৪৩/২ (২২ ওভারে)

 

আমাদের কাগজ / এইচকে