খেলাধুলা ৯ অক্টোবর, ২০১৯ ০৬:১১

ঘরের মাঠে কাতারকে রুখে দেয়ার আত্মবিশ্বাস বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
 

নিজেদের মাঠে কাতারকে বধ করার,আত্মবিশ্বাস আছে বাংলাদেশের। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বুঝে ছক একেছে কোচিং স্টাফ, সে অনুযায়ী নিজেদের প্রস্তুত রাখছেন সাদউদ্দীন-রবিউলরা।

বলের দখল ফিরে পাওয়ার লড়াইয়ে ফুটবলারদের মানসিক দক্ষতা বেড়েছে, মনে করেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। কাতার ম্যাচে এই শক্তি কাজে দেবে বিশ্বাস তার। ১০ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এরইমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে কাতার দল।

শক্তিশালী কাতারের বিপক্ষে রণকৌশলে ঘাটতি রাখতে চাননা হেড কোচ জেমি ডে। প্রতিপক্ষের ভিডিও ফুটেজ অ্যানালাইসিসের পাশাপাশি নিজেদের ভুল-ত্রুটি শুধরাতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে জামাল-মামুনুলরা।এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে বল পজেশনে এগিয়ে থাকার সুযোগ খুবই কম।

দখল হারানো বল ফিরে পাওয়ার কৌশলে তাই নজর কোচিং স্টাফের। জোর দেয়া হচ্ছে ম্যান টু ম্যান মার্কিংয়েও।ভারী বৃষ্টি আর ভুটানের বিপক্ষে ম্যাচের পর নাজুক অবস্থায় বঙ্গবন্ধু স্টেডিয়াম। মাঠের কয়েকটি জায়গায় এখনও কাদাপানি, ম্যাচের আগে অবস্থার উন্নতির সুযোগও কম। টার্ফে খেলে অভ্যস্ত কাতার এমন কন্ডিশনে কিছুটা পিছিয়েই থাকবে। সুযোগটা কাজে লাগাতে চায় বাংলাদেশ।১০ অক্টোবর ম্যাচের আগে আর একদিন অনুশীলনের সুযোগ ফুটবলারদের।