টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
আমাদের কাগজ ডেস্ক: টাইগার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আজ বেলা আড়াইটায় মাঠে নামবে এই দুই দল। আর তাদের লক্ষ্য দ্বিতীয় জয় তুলে নেওয়া।
সেই প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় নিয়ে আসর শুরু করে সম্ভাবনাও জাগিয়েছিল সাকিবরা। তবে এরপর আর জয়ের দেখা পায়নি।
যতবারই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে ততবারই মুখ থুবরে পড়েছেন তারা।
তবে আজকের ম্যাচ দিয়ে মোমেন্টামে ফিরে আসতে চান টাইগাররা। আসরে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে নামবে সাকিব বাহিনী।
এদিকে প্রায় এক যুগ পর বিশ্বকাপে পা রেখেছে নেদারল্যান্ডস। সবশেষ ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। এবারের আসরে আসতেও বেশ লড়াই করতে হয়েছিল তাদের।
বাংলাদেশ নেদারল্যান্ড
২ ম্যাচ ২
১ জয় ১
১ হার ১
আমাদের কাগজ/এমটি