খেলাধুলা ১৪ অক্টোবর, ২০১৯ ০৮:৩৯

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে যা বললেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক ।। 

জাতীয় লীগে খুলনার হয়ে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলে উপেক্ষিত ইমরুল কায়েস। জাতীয় লীগে এটি তার প্রথম হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ৩১৯ বলে ২০২ রানের ইনিংসটি ছিল দুর্দান্ত সব স্ট্রোকে সাজানো।

এমন একটি ইনিংস খেলার রহস্য কি জানতে চাইলে ইমরুল জানান, বাবা হওয়ার পর থেকেই তার মধ্যে পরিবর্তন এসেছে। এখন আরও কিছু পাওয়ার আশা করেন তিনি। নিজের কাজটা শুধু ভালোমত করে যেতে চান।

এ ব্যাপারে ইমরুল বলেন, ‘আগে চিন্তা করতাম রান না করলে বাদ পড়ে যাব, এসব দুশ্চিন্তা আর আসে না। হলে হবে, না হলে নেই। আমার কাজ আমি করে যাই। বয়স হয়েছে, বাবা হয়েছি। আগে অনেক কিছু বুঝতাম না, এখন বুঝি। বলতে পারেন মনের দিক থেকে পরিণত হয়েছি।’

দুর্দান্ত এই ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে ১৯টি চার ও ৬টি ছক্কা হাঁকানো ইমরুল জানান, নিজের উইকেট বিলিয়ে দিতে নারাজ ছিলেন তিনি। খেলেছেন সেশন বাই সেশন।

ইমরুল আরও বলেন, ‘আগে তাড়াহুড়ো করতাম। এই ইনিংসের পুরোটাই ছিল গোছানো। ভালো বলে আউট হলে আউট হয়ে যাব, তবে আমি আমার উইকেটটি সহজে দেব না। আমার পরিকল্পনাই ছিল এটি। প্রতিটা সেশন ধরে ধরে খেলেছি। তাড়াহুড়ো করিনি।’

ইমরুল নিজেকে প্রমাণ করা নিয়ে এখন আর ভাবেন না। এ কারণেই দুশ্চিন্তা জড়িয়ে ধরতে পারে না তাঁকে। ইমরুলের মতে কারণ একটাই; বুঝতে শিখেছেন তিনি।